5th Bangla Utsob Poster

৫ম জাতীয় বাংলা উৎসব

উৎসবের তারিখ : ২১শে ফেব্রুয়ারি , ২০২৪ (বুধবার)
উৎসবের সময় : সকাল ০৮ ঘটিকা হতে সন্ধ্যা ০৭ ঘটিকা
উৎসবের স্থান : ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ইভেন্টসমূহ :

  • আলপনা উৎসব।
  • খালি পায়ে শহিদ মিনারে‌‌ পুষ্পস্তবক অর্পণ।
  • মাতৃভাষায় লিখি মায়ের নাম।
  • হাতের রঙিন ছাপ।
  • বাংলা সংস্কৃতি‌ বিষয়ক প্রতিযোগিতা।
  • বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিযোগিতার বিষয়াদি :

  • চিত্রাঙ্কন‌ প্রতিযোগিতা ।
  • বাংলা‌ কুইজ‌ প্রতিযোগিতা ।
  • কবিতা আবৃত্তি‌ প্রতিযোগিতা ।
  • শুদ্ধ‌ বাংলা বানান প্রতিযোগিতা ।
  • একক গান‌ পরিবেশন প্রতিযোগিতা ।
  • একক নাচ পরিবেশন প্রতিযোগিতা ।
  • দেয়ালিকা প্রদর্শনী প্রতিযোগিতা ।
  • আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতা ।

প্রতিযোগিতায় অংশগ্রহণের শ্রেণিবিভাগ :

  • প্রি প্রাইমারি : প্লে, নার্সারি, কেজি ও শ্রেণি
  • প্রাইমারি : দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি
  • জুনিয়র : পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণি
  • জুনিয়র প্রো : সপ্তম থেকে অষ্টম শ্রেণি
  • সিনিয়র : নবম – দশম শ্রেণি এবং এস এস সি’২৪
  • সিনিয়র প্রো : একাদশ – দ্বাদশ শ্রেণি এবং এইচ এস সি’২৪

প্রতিযোগিতার বিস্তারিত :

চিত্রাঙ্কন প্রতিযোগিতা:
  • সময় : ৪৫ মিনিট ।
  • জলরং, মোমরং, অ্যাক্রেলিক ও স্ক্যাচ করা যাবে।
  • কর্তৃপক্ষ হতে কেবল আর্ট পেপার দেওয়া হবে।
  • প্রি পাইমারি ও প্রাইমারি শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাঙ্গনের বিষয় উন্মুক্ত।
  • জুনিয়র, জুনিয়র প্রো, সিনিয়র ও সিনিয়র প্রো শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাঙ্গনের বিষয় : ভাষা আন্দোলন ১৯৫২ ।
বাংলা কুইজ প্রতিযোগিতা :
  • সময় : ৩০ মিনিট ।
  • ৫০টি বহু নির্বাচনী প্রশ্ন ।
  • কুইজের বিষয় : ভাষা আন্দোলন ও ইতিহাস; বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ; সাম্প্রতিক বাংলাদেশ।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতা :
  • যে কোনো বাংলা কবিতা।
শুদ্ধ বাংলা বানান প্রতিযোগিতা :
  • সময় : ২০ মিনিট ।
  • মোট বানান : ২০টি
  • অনুচ্ছেদ / বাক্য হতে ভুল বানান শুদ্ধ করে লিখতে হবে।
  • একক গান পরিবেশন প্রতিযোগিতা :
  • একক গান পরিবেশনা ।
  • অবশ্যই বাংলা গান।
  • হারমোনিয়াম ও তবলা থাকবে।
একক নাচ পরিবেশন প্রতিযোগিতা :
  • একক নাচ পরিবেশনা ।
  • অবশ্যই বাংলা গান।
  • নাচের পোশাক নিজ দায়িত্বে ব্যবস্থা করতে হবে।
দেয়ালিকা প্রদর্শনী প্রতিযোগিতা :
  • একক বা দলীয় (সর্বোচ্চ ০৩ জন – প্রতি জনের আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে) প্রতিযোগিতা।
  • বিষয় : ‘বাংলা ভাষার ইতিহাস ও ভাষা আন্দোলনের তাৎপর্য’ ।
আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতা :
  • ০২ টি ক্যাটাগরি : মোবাইল ও ক্যামেরা।
  • বিষয় : গ্রাম ও শহরের জীবন।
  • প্রতিজন প্রতিযোগী সর্বোচ্চ ০৩ টি ছবি সাবমিট করতে পারবে।
  • অনলাইন সাবমিশন শুরু : ১০ ফেব্রুয়ারি এবং শেষ সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

রেজিস্ট্রেশন এবং বিস্তারিত :

  • রেজিস্ট্রেশন ফি : ২০০৳ (প্রথম যেকোনো ০২ টি প্রতিযোগিতার জন্য)
  • একজন প্রতিযোগী সর্বোচ্চ ছয়টি (০৬) প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
  • ২০০৳ রেজিস্ট্রেশন ফি প্রদানের মাধ্যমে প্রথম দুইটি (০২) প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং পরবর্তী চারটি (০৪) প্রতিযোগিতার প্রতি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ২১৳ (অনলাইন চার্জ সহ ২৫৳) করে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে।
  • tickets.taanraatfamily.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ২০ ফেব্রুয়ারি, ২০২৪ এর মধ্যে প্রতিযোগীদের প্রবেশপত্র ডাউনলোড করে প্রতিযোগিতার দিন রঙিন প্রিন্টেড কপি সাথে নিয়ে আসতে হবে।
  • তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশ -এর ভেরিফাইড ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভগণ বিভিন্ন ক্যাম্পাসে অফলাইন রেজিস্ট্রেশন পরিচালনা করবেন।
  • প্রতি প্রতিযোগীর সাথে একজন অভিভাবক (বাবা / মা) – এর প্রবেশাধিকার উন্মুক্ত।

সকল প্রতিযোগিতায় প্রতি ক্যাটাগরির জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার :

  • প্রথম পুরস্কার : সনদপত্র + ক্রেস্ট + বই
  • দ্বিতীয় পুরস্কার : সনদপত্র + ক্রেস্ট + বই
  • তৃতীয় পুরস্কার : সনদপত্র + ক্রেস্ট + বই
  • চতুর্থ পুরস্কার: সনদপত্র + বই
  • পঞ্চম পুরস্কার: সনদপত্র + বই

সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন :

  • মাহতীম সাকিব;
  • প্রীতম হাসান।

পূর্ববর্তী আয়োজন :

২০২২
https://fb.watch/nETRxZelof/?mibextid=2JQ9oc

২০২৩
https://fb.watch/nETQ7qIgsi/?mibextid=2JQ9oc

যোগাযোগ :

016 0522 6206 (এইচ আর)
016 1784 4927 (এডমিন)
018 3522 7954 (প্রতিষ্ঠাতা পরিচালক)
016 3471 1357 (প্রতিষ্ঠাতা পরিচালক)
018 6534 3466 (অফিসিয়াল হোয়াটসঅ্যাপ)

ইমেইল :


taanraat.family@gmail.com
taanraat.familyhr@gmail.com
info.taanraatfamily@gmail.com

অফিস : বাড়ি নং : ৮৭-৮৯ (২য় তলা); রোড : #০৪; ব্লক : বি
নিকেতন (নিকেতন সেন্ট্রাল মসজিদের পাশে), গুলশান – ০১, ঢাকা – ১২১২

Scroll to Top