শোষণ – অত্যাচার – অবিচারের ইতিহাস পরবর্তী ৭১’এর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ এবং সত্যের যে জয়ধ্বনি সুরিত হয়েছে সে জয়ধ্বনি আমরা পুনরুজ্জীবিত করতে চাই প্রতি ডিসেম্বরে, প্রতিটি তরুণের প্রাণ জুড়ে।
৭১’এর বিজয়ের উল্লাস চলবে বিংশ, একবিংশ, সহস্র থেকে সহস্রাব্ধে। এই বিজয়ের সুরেই এগিয়ে যাব আমরা হাজারো বিজয়ের খোঁজে।
বিজয় উল্লাস।